অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময় এ সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে এবং তার দাবি, বিএনপির রাজনৈতিক বক্তব্যের সাথে সরকারের কোন বিরোধ বা দূরত্ব নেই।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি যে নিরপেক্ষ সরকারের দাবি তুলেছে, তা তাদের রাজনৈতিক বক্তব্য। সরকারের পক্ষ থেকে এর বিপরীতে কিছুই বলার নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই এবং এ বিষয়টি ভুল বোঝাবুঝির জায়গা নয়।
উপদেষ্টা পরিষদ পুনর্বিন্যাস ইস্যুতে আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তন আসবে এমন কোন খবর এখন পর্যন্ত নেই। তিনি বলেন, দেশে এখন সেরকম পরিস্থিতিও তৈরি হয়নি। তবে, যদি প্রয়োজন হয়, ভবিষ্যতে পরিবর্তন আনা হতে পারে।
এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি বিএনপির সাথে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের (বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে) কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব কাম্য নয়। এটি তাদের রাজনৈতিক শত্রুদের আরো বেপরোয়া করে তুলতে পারে, যা গত কয়েক দিনে কিছুটা প্রমাণিত হয়েছে।
আইন উপদেষ্টা আরও বলেন, গত কয়েক দিন ফেসবুকে ছড়িয়ে পড়া গুজবের কারণে কিছু অস্থিরতা তৈরি হয়েছে, যেখানে ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রনেতাদের পলায়নের গুজব ছড়ানো হয়েছিল। এ গুজবের ফলে কিছু উন্মত্ততা দেখা যায়, যার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশিত হয়।
এ সময় তিনি আরও বলেন, তিনি যা জানেন এবং বিশ্বাস করেন, তা হলো: বিএনপি ১/১১ পরিস্থিতির মতো কোনো ষড়যন্ত্রে যুক্ত নয়। ছাত্র নেতারা সরকারে থাকাকালীন কোনো রাজনৈতিক দল গঠন করবেন না বা তাতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এবং ছাত্র নেতাদের এই ঘোষণাপত্র প্রণয়নে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলিত হবে। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচনকেন্দ্রিক বৃহত্তর সমঝোতার ব্যাপারে অনাগ্রহী নন।
তিনি বলেন, সুতরাং, বিরোধের কোনো কারণ নেই এবং সবার উচিত ঐক্যবদ্ধ থাকা। তিনি বলেন, আওয়ামী লীগের হাতে রয়েছে শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং লাখ লাখ কোটি টাকা, যা তাদেরকে শক্তিশালী করে তুলেছে। এসব প্রতিহত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণ করতে হবে।