মৌলভীবাজারের কমলগঞ্জে জনগণের স্বাস্থ্য এবং জীবনমানের উন্নতির লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং দুইটি মসজিদে সর্বমোট ১২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম. এ. ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের সাধারণ সম্পাদক ও দ্যা সিলেট পোস্ট ইউ’কে এর সম্পাদক লন্ডন প্রবাসী বুলবুল আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজন আহমদ, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের উপদেষ্টা হাজী এম. এ. ছালাম, ব্যাংকার মো. সালাহউদ্দিন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ মামুন, মো. সালমান আলী সালমান, সমাজসেবক রাসেল হাসান বকত, মেশকাত হোসেন শাহীন, মাওলানা খালেদ আহমদ, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়শন ইউ’কের সাথে সম্পৃক্ত সবাইকে তাদের অনুদান এবং দেশের প্রতি মায়ার টানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অদূর ভবিষ্যতেও তাদের এই সাহায্যের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে টিউবওয়েল গ্রহীতাদের কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কের ঠিাকাদারের সাথে সরাসরি যোগাযোগ করে টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করবেন এবং এর সকল খরচ কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কে বহন করবে বলে জানানো হয়।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কে গত ১০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং দারিদ্র্য বিমোচনে কাজ করা অন্যতম। এছাড়াও যুক্তরাজ্যে যেকোনো প্রয়োজনে সহযোগিতা প্রদানেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে।