ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট মাতিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার সিলেটের দর্শকদের জন্য ভিন্ন ধরনের আকর্ষণ নিয়ে আসছেন দেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউলখ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবর।
সিলেটে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট, যেখানে সঙ্গীতের রঙিন পরিবেশন দর্শকদের সামনে উপস্থাপন করবেন জেমস, আসিফ আকবর, মুজা, সঞ্জয়, এবং নারী সঙ্গীতশিল্পী তোশিবা। মিরপুরে রাহাত ফতেহ আলী খানের আগে মঞ্চ মাতিয়েছিলেন দেশি শিল্পী রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও ব্যান্ড মাইলস। সিলেটে মুজা ও সঞ্জয় থাকলেও, জেফারের বদলে এইবার সঙ্গীত পরিবেশন করবেন তোশিবা।
এই মিউজিক ফেস্টটি অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে, যেখানে সিলেটের দর্শকদের জন্য থাকবে এক অনন্য সঙ্গীত সন্ধ্যা। কনসার্টের টিকিটের মূল্য ধরা হয়েছে তিনটি ক্যাটাগরিতে: সাধারণ গ্যালারি টিকিটের মূল্য ৫০০ টাকা, সিলভার ক্যাটাগরি ১ হাজার ৫০০ টাকা এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য ৪ হাজার টাকা।
এছাড়া, টিকিট সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথে পাওয়া যাবে, পাশাপাশি অনলাইনে টিকিফাইয়ের মাধ্যমে টিকিট কেনার সুবিধাও রয়েছে। স্টেডিয়ামের গেট দুপুর আড়াইটা থেকে খুলবে, এবং দর্শকরা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারবেন।
বিপিএল মিউজিক ফেস্টের এই আয়োজনটি শুধু ক্রীড়াপ্রেমীদের জন্য নয়, সঙ্গীতপ্রেমীদের জন্যও এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।