খ্যাতি অর্জন সবার জন্য আকর্ষণীয় হলেও কখনো কখনো তা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এর বাস্তব উদাহরণ এখন বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক বরুণ ধাওয়ান। তার অনুরাগীদের উন্মাদনা একাধিকবার তাকে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি করেছে।
সম্প্রতি, বরুণ ধাওয়ান এক সাক্ষাৎকারে তার এমন কিছু বিরক্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
বরুণ জানান, একবার তিনি গুজরাটের দ্বারকা শহরে ছিলেন। সেখানে ভক্তদের উন্মাদনা তাকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়। এমনকি, এক ভক্ত তার নিতম্বে চিমটি কাটেন।
এই ঘটনার কথা বলতে গিয়ে বরুণ বলেন, ‘এটা মোটেও ভালো লাগেনি। অনেক কিছু ঘটেছিল সে সময়।’
বরুণ আরও জানান, একবার একটি সিনেমার শুটিংয়ে, যখন প্রায় ১০০০ মানুষের সামনে দৃশ্য ধারণ করা হচ্ছিল, তখন এক বয়স্ক নারী অনুরাগী তাকে অনুসরণ করে এসে তার ফোন নম্বর চাইছিলেন। বরুণ তাকে নম্বর দিতে রাজি না হলে সেই নারী বলেন, “রতন টাটা সব সময় ফোন নম্বর দেন।” অবাক হয়ে বরুণ তাকে ভুয়া নম্বর দেন, কারণ সেই নারী বরুণের সঙ্গে দাম্ভিক আচরণ করেন।
বরুণের সিনেমা ‘বেবি জন’ আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বি এবং সালমান খান অতিথি অভিনেতা হিসেবে উপস্থিত থাকবেন।