ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিয়েছে: জেফার সাংবাদিকরা যদি হুমকি বা হয়রানির শিকার হলে আমরা এক হয়ে লড়ব: সারজিস আলম সচিবালয়ে অগ্নিকাণ্ড: জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন কুলাউড়ায় চুরির অপবাদ সইতে না পেরে মুজাহিদুর নামে আত্মহত্যা কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে: জামায়াত আমির যশোরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সুনামগঞ্জে বিএনপি নেতার নির্মাণাধীন বিল্ডিংয়ে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান যশোরে জামায়াতের আমীরের সমাবেশ আগামীকাল

‘মুজিব’ বায়োপিকের নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৫০৮ বার পড়া হয়েছে

প্রখ্যাত ভারতীয় সিনেমা নির্মাতা শ্যাম বেনেগাল গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হতো তাকে। তা সত্ত্বেও তিনি তার সিনেমা নির্মাণের কাজ চালিয়ে গেছেন। তার মেয়ে পিয়া বেনেগাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুম্বাইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং তার মৃত্যু ভারতীয় সিনেমা জগতে একটি বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। শ্যাম বেনেগাল ভারতীয় সিনেমার এক কিংবদন্তি নির্মাতা হিসেবে পরিচিত। তাকে ভারতের সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কার, ১৮টি জাতীয় পুরস্কার (ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড) এবং ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।

২০১৪ সালে তিনি বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ সিনেমাটি পরিচালনা করেন, যা তার শেষ সিনেমা। তিনি ১৯৭০ ও ৮০ এর দশকে ভারতীয় চলচ্চিত্রে একাধিক স্মরণীয় সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে রয়েছে ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ অনেকগুলো ছবি।

১৯৩৪ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করা এই গুণী পরিচালকের ছোটবেলায় তার বাবার দেওয়া ক্যামেরায় ছবি তোলার মাধ্যমে সিনেমার প্রতি আগ্রহ জন্মায়। তিনি হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি ‘হায়দরাবাদ ফিল্ম সোসাইটি’ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে তার সিনেমার জগতে প্রবেশের দ্বার উন্মুক্ত করে।

শ্যাম বেনেগাল তার কর্মজীবনে ভারতীয় চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখে গেছেন এবং তার চলচ্চিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকালীন স্থান করে নিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিয়েছে: জেফার

‘মুজিব’ বায়োপিকের নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন

আপডেট সময় ১০:০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

প্রখ্যাত ভারতীয় সিনেমা নির্মাতা শ্যাম বেনেগাল গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হতো তাকে। তা সত্ত্বেও তিনি তার সিনেমা নির্মাণের কাজ চালিয়ে গেছেন। তার মেয়ে পিয়া বেনেগাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুম্বাইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং তার মৃত্যু ভারতীয় সিনেমা জগতে একটি বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। শ্যাম বেনেগাল ভারতীয় সিনেমার এক কিংবদন্তি নির্মাতা হিসেবে পরিচিত। তাকে ভারতের সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কার, ১৮টি জাতীয় পুরস্কার (ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড) এবং ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।

২০১৪ সালে তিনি বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ সিনেমাটি পরিচালনা করেন, যা তার শেষ সিনেমা। তিনি ১৯৭০ ও ৮০ এর দশকে ভারতীয় চলচ্চিত্রে একাধিক স্মরণীয় সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে রয়েছে ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ অনেকগুলো ছবি।

১৯৩৪ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করা এই গুণী পরিচালকের ছোটবেলায় তার বাবার দেওয়া ক্যামেরায় ছবি তোলার মাধ্যমে সিনেমার প্রতি আগ্রহ জন্মায়। তিনি হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি ‘হায়দরাবাদ ফিল্ম সোসাইটি’ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে তার সিনেমার জগতে প্রবেশের দ্বার উন্মুক্ত করে।

শ্যাম বেনেগাল তার কর্মজীবনে ভারতীয় চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখে গেছেন এবং তার চলচ্চিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকালীন স্থান করে নিয়েছেন।