আজ (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামী দুই সপ্তাহ ধরে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ এবং ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম কর্তনের জন্য কার্যক্রম চালানো হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, এই হালনাগাদ কর্মসূচি ২০২৫ সালের জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের এবং পূর্ববর্তী হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা হবে।
এছাড়া মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার জন্যও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্য সংগ্রহের পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক গ্রহণসহ নিবন্ধন প্রক্রিয়া চলবে।
ভোটার এলাকা স্থানান্তর, মৃত ভোটারদের নাম কর্তন এবং নতুন ভোটারদের তথ্য বিভিআরএস (বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যার) সফটওয়্যারে আপলোডের জন্য ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা/থানা নির্বাচন অফিসের মাধ্যমে কার্যক্রম চালানো হবে।
এছাড়া এই কর্মসূচির আওতায় ভোটার তালিকা হালনাগাদের তথ্যাদি স্থানীয় সুপারভাইজারদের মাধ্যমে যাচাই করে নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে।
এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে, বাংলাদেশে ভোটার তালিকা আরো সঠিক ও বর্তমান তথ্য ভিত্তিক হবে, যা ভবিষ্যতে জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে ব্যবহৃত হবে।