জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি এবং কবি কাজী সব্যসাচীর পুত্র বাবুল কাজী (৫৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবুল কাজী শনিবার (১৮ জানুয়ারি) ভোরে উত্তরায় নিজের বাসার বাথরুমে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন। বিস্ফোরণে তার পুরো মাথা, মুখ এবং শরীর দগ্ধ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। প্রথমে আইসিইউতে এবং পরে লাইফসাপোর্টে নেওয়া হয় তাকে, তবে তিনি আজ বিকেলে মারা যান।
বাবুল কাজী ছিলেন তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। তার বড় দুই বোন হলেন খিলখিল কাজী এবং মিষ্টি কাজী। তার বাবা কাজী সব্যসাচী ছিলেন একজন খ্যাতিমান আবৃত্তিকার এবং মা উমা কাজী। কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যরা ১৯৭২ সালে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন এবং এপারে চলে আসেন।
বাবুল কাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। তার মৃত্যু বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত হচ্ছে।