ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা যদি ব্যর্থ হয়, তবে তার বাহিনী হামাসের বিরুদ্ধে আবার লড়াই শুরু করবে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু এই হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে তিনি বলেন, যুদ্ধবিরতি ‘স্বল্প সময়ের’ এবং ইসরায়েল গাজায় হামলা চালানোর অধিকার রাখে।
নেতানিয়াহু আরও বলেন, “আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি, হামাস এখন একেবারে একা। আমাদের বাহিনী ১৫ মাসের যুদ্ধে সফলতা অর্জন করেছে এবং হামাসকে একঘরে করে দিয়েছে।” তিনি জানান, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত কঠোরভাবে অনুসরণ করবে এবং হামাস যদি মুক্তি দেওয়ার জন্য তাদের জিম্মিদের তালিকা না দেয়, তবে চুক্তি বাস্তবায়ন করা হবে না।
যুদ্ধবিরতির প্রথম ধাপে, হামাস ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল এখনও নিশ্চিত করতে পারেনি যে মুক্তির জন্য ঘোষিত তালিকা সঠিক কিনা। নেতানিয়াহু এই পরিস্থিতিতে জোর দিয়ে বলেন, “যদি হামাস তালিকা সরবরাহ না করে, তাহলে চুক্তি অনুযায়ী কোন পদক্ষেপ নেওয়া হবে না।”
এদিকে, গাজার বিভিন্ন সীমান্তে ইসরায়েলি বাহিনী তিনটি অভ্যর্থনা কেন্দ্র তৈরি করেছে, যেখানে মুক্তি পাওয়া জিম্মিদের গ্রহণ করা হবে। তবে, যুদ্ধবিরতির শুরুর মধ্যেই গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে, যাদের হামলায় ১২০ জনের বেশি প্রাণ হারিয়েছে বলে হামাসের কর্মকর্তারা জানিয়েছেন।
এ পরিস্থিতিতে, আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে যে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনাগুলি সুষ্ঠু ও ফলপ্রসূ হবে, তবে নেতানিয়াহু এর মধ্যেই ইসরায়েলের অবস্থান শক্ত রেখেছেন।