ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।
ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, এনসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ পাওয়া গেছে। এসব প্রমাণের ভিত্তিতে তার ব্যাংক হিসাব, ই-মেইল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলবও করা হতে পারে।
অভিযোগ রয়েছে, টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এই প্রকল্পের ৯০ শতাংশ ঋণ রাশিয়া থেকে এসেছে। ২০১৩ সালে চুক্তি সইয়ের সময় বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপ সিদ্দিকের ছবি প্রকাশিত হয়।
এনসিএ বাংলাদেশের সরকারকে সহায়তা করতে চায়, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী, কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনের আদালতে মামলা করা হতে পারে এবং তাকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।
অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন, তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। লেবার পার্টি বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এ বিষয়ে এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রাজি হয়নি।