মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিন্তু শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুতি নেয়ার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান। তবে এ সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মেঝেতে বসে পড়েন। পরিস্থিতি আরো অবনতি হলে, তাকে মাথায় পানি দেওয়া হয় এবং তাকে হাসপাতালের উদ্দেশ্যে দ্রুত নিয়ে যাওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপূণ রায়, সাভারের সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীরা জানান, স্মৃতিসৌধে ফুল দেয়ার পর ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়। প্রায় অর্ধশতাধিক সাংবাদিক মির্জা ফখরুলের বক্তব্যের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তার অসুস্থতার কারণে তিনি সে সময় কথা বলতে পারেননি। এরপর, মির্জা ফখরুলকে দ্রুত একটি মাইক্রোবাসে নিয়ে স্মৃতিসৌধ ত্যাগ করেন তার নেতাকর্মীরা।