দুর্গাপূজার জন্য পাঁচদিন বন্ধ থাকার পর সোমবার পুনরায় চালু হয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দর, আর প্রথম দিনেই ভারত থেকে এলো প্রায় ৪০০ টন কাঁচা মরিচ।
সোমবার ৫৬টি ট্রাকে করে এই মরিচগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। মঙ্গলবার পর্যন্ত আরও ১২টি ভারতীয় ট্রাকে প্রায় ১০০ টন কাঁচা মরিচ এসেছে, যা মিলে দুই দিনে মোট ৫০০ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করল।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, সোমবার দেশের ২৮ জন আমদানিকারক মোট ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ৩৮৫ টন কাঁচা মরিচ আমদানি করেছেন। আমদানি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টনে ৬০ হাজার টাকা এবং আমদানি শুল্ক ৩৬ হাজার টাকা হিসাবে। ফলে প্রতি কেজি মরিচের আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।
বেনাপোল কাস্টমস কর্মকর্তারা জানান, সোমবার বন্দরে পৌঁছানো মরিচের শুল্ক পরিশোধ করে আমদানিকারকরা পণ্য দ্রুত খালাস করে নিয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্দরে আসা ১০০ টন মরিচও শুল্ক পরিশোধ শেষে দ্রুত খালাস করা হয়েছে।
মরিচের আমদানি বৃদ্ধির ফলে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ আরও বৃদ্ধি পাবে এবং মূল্য স্থিতিশীল হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মরিচ বোঝাই ট্রাকগুলো সন্ধ্যার আগেই বন্দর এলাকা ত্যাগ করবে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।