বিশ্ববাজারে আবারও কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম।
সোমবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বা ৮ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৩ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে।
একইসঙ্গে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৩২ ডলারে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে আসা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি প্রশমিত হওয়ার কারণে বিশ্ববাজারে তেলের দামে এই বৃদ্ধি দেখা গেছে।
এর আগে, গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল। তেলের দামে এই হ্রাসের পর, আবারও বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি শুরু হলো।
উল্লেখ্য, গত এক মাসে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছিল। ৭ অক্টোবর, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৩ ডলারে উঠে, যা ছিল ওই সময়ের মধ্যে সর্বোচ্চ দাম।
বিশ্লেষকরা মনে করছেন, চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অস্থিরতা আরও কিছুদিন ধরে তেলের দামে প্রভাব বিস্তার করতে পারে।