ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে সকল প্রতিযোগিতার জন্য বোলিং নিষিদ্ধ করেছে।
গত শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসিবি এই শাস্তির কথা জানায়।
সাকিব আল হাসান, যিনি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ২০ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার পার করেছেন, সম্প্রতি কাউন্টি ক্রিকেটে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় শাস্তি পেয়েছেন। সাকিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিন মাস আগে কাউন্টি ক্রিকেটে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় তাকে পরীক্ষা দিতে বলা হয়।
ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ে গত মাসের শুরুতে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এ কারণে তাকে ইসিবি কর্তৃক বোলিং নিষিদ্ধ করা হয়েছে।
পূর্বে, গত সেপ্টেম্বরে সাকিব ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে টন্টনে সামারসেটের বিপক্ষে খেলেছিলেন। ওই ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার বল করে তিনি ৯ উইকেট নেন। তবে ম্যাচ চলাকালীন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কোনও ‘নো’ ডাকা হয়নি। দুই মাস পর দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিল্নস সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহে রিপোর্ট জমা দেন। এরপরই তাকে পরীক্ষার জন্য ডাকেন ইসিবি।
এদিকে, কাউন্টি ক্রিকেটের পর সাকিব বাংলাদেশ জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে তার ক্যারিয়ারে কিছু সময়ের জন্য অবসর নেয়ার নাটকীয়তার মধ্যে পড়েন তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আসরে খেলছেন সাকিব। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় টি-১০ লীগে অংশ নিচ্ছেন।