মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আইসিসি গত বছর গাজা উপত্যকায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের দৃষ্টিতে, নেতানিয়াহু এখন পলাতক এবং তাকে গ্রেপ্তারে সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় রয়েছেন নেতানিয়াহুর প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের নেতারাও।
ট্রাম্পের নির্বাহী আদেশের আওতায় আইসিসির বিশেষ কর্মকর্তারা পড়বেন, যারা মার্কিন নাগরিকদের অথবা ইসরায়েলের মতো মার্কিন মিত্রদের বিরুদ্ধে তদন্তে কাজ বা সহযোগিতা করেছেন। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের মার্কিন সম্পদও জব্দ করা হবে। এছাড়াও, এসব কর্মকর্তাদের পরিবারসহ মার্কিন নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে তাদের সম্পদ ফ্রিজ করা হবে।
এটি প্রথমবার নয়, এর আগেও ২০২০ সালে ট্রাম্প প্রশাসন আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আফগানিস্তানে আমেরিকান সেনাদের বিরুদ্ধে তদন্ত করার কারণে। তৎকালীন আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদা এবং তার এক শীর্ষ সহযোগীকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
আইসিসির প্রতিক্রিয়া জানাতে রয়টার্স তাদের সাথে যোগাযোগ করলেও, তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।