লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ঘনবসতিপূর্ণ স্থানে ভাটার কার্যক্রম পরিচালনা, শিশুশ্রম, কাঠ পোড়ানো ও পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চরকাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাহাত উজ জামান ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন।
বন্ধ করে দেওয়া ভাটাগুলো হলো—মেসার্স হাজী হক ব্রিকস, মেসার্স তাহেরা ব্রিকস, মেসার্স মদিনা ব্রিকস ও মেসার্স রহিমা ব্রিকস।
এসময় এসব ইটভাটার মালিকদেরকে অবৈধভাবে ভাটা পরিচালনার অপরাধে দোষী সাব্যস্ত করে সর্বমোট ৯ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।
এর মধ্যে হাজী হক ব্রিকসের মালিক মাইন উদ্দিনের ২ লাখ ৫০ হাজার, তাহেরা ব্রিকসের মালিক মো: সুমনের ২ লাখ ৫০ হাজার, মেসার্স মদিনা ব্রিকসের মালিক মো: আরিফের দুই লাখ ও মেসার্স রহিমা ব্রিকসের মালিক মো: ইউসুফের দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা এডি মো. হারুনর রশীদ, স্থানীয় থানা পুলিশ সদস্য, আনসার সদস্য, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. রাহাত উজ জামান বলেন, ‘অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে চার ইটভাটা মালিককে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চিমনি ও কাঁচা ইট বিনষ্ট করে ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’
এছাড়াও ইতিপূর্বে ভিন্ন ভিন্ন অভিযানে ১১টি ইটভাটাকে ১৫ লক্ষাধিক টাকা জরিমানা করে স্থাপনা ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।