‘উৎসব হোক!’ ফেসবুকে দুই শব্দের একটি স্ট্যাটাস দিয়ে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই স্ট্যাটাস দেন তিনি।
তবে স্ট্যাটাসের মাধ্যমে তিনি কী উদ্দেশ্য নিয়ে এই বার্তা দিয়েছেন, তা পরিষ্কার করেননি আসিফ মাহমুদ। তার এই স্ট্যাটাস রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও ফেসবুকে লিখেছিলেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ তার এই বক্তব্য এবং আসিফ মাহমুদ সজীবের স্ট্যাটাসের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নাম্বার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এছাড়াও ফেসবুকে অনেকেই এই ঘোষণাকে সমর্থন করে স্ট্যাটাস দিয়েছেন, কেউ লিখেছেন, ‘থাকবে না- ফ্যাসিবাদের আঁতুড়ঘর ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না’।
ধারণা করা হচ্ছে, আসিফ মাহমুদ সজীব এবং হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস এই আন্দোলনের সাথে সম্পর্কিত, যেখানে তারা ধানমন্ডি ৩২ অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে, আসিফ মাহমুদের স্ট্যাটাসের প্রকৃত উদ্দেশ্য এখনও অপ্রকাশিত রয়ে গেছে।