বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নম্বরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, “বুলডোজার পাওয়া যায়নি তো কী হয়েছে, হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে আসুন।”
পিনাকী তার পোস্টে আরও বলেছেন, “ধানমন্ডি ৩২ নম্বরে আসুন, ইতিহাসের দায় মোচন করতে আসুন। ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন। গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন।”
তিনি আরও বলেন, “আজ রাত ৯টায় ইতিহাস রচিত হোক। আবু সাঈদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসুন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি।”
এদিকে, পিনাকীর পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত পোস্টটিতে প্রায় ৩৬ হাজার রিয়েক্ট পড়েছে, ৩ হাজারেরও বেশি কমেন্ট এবং প্রায় ১ হাজারবার শেয়ার হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য পিনাকী ভট্টাচার্য তার অনুসারীদের ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হতে আহ্বান জানান, যেখানে শেখ হাসিনার পৈতৃক বাড়ি অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যা দেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে পারে।