আজ (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিপ্লবী ছাত্র-জনতার এক মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান তুলে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। ‘মুজিববাদ’ এবং ‘বাকশাল’ বিরোধী স্লোগানও শোনা গেছে তাদের কাছ থেকে, যার মধ্যে অন্যতম ছিল “মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না” এবং “ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।”
এছাড়া তারা আরও স্লোগান দেন “জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,” এবং “অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।”
এদিন ছাত্র-জনতা তাদের আন্দোলনকে আরও তীব্র করে তুলে এবং ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার পক্ষ থেকে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়, যা শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাঁর বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়।
এ সময় তাঁরা দাবি জানান, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল চলাকালীন সময়ে গুম, খুন, দমনপীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তাঁকে বিচারের আওতায় আনা হবে। হাসিনার ভারতে বসে বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা চলছিল, যার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই মিছিলটি বের করা হয়।
আজ রাত ৯টায় দিল্লিতে বসে শেখ হাসিনার ভাষণের ঘোষণা শোনা যাওয়ার পর প্রতিবাদের চাপে ধানমন্ডি ৩২ নম্বরে এ ধরণের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। ছাত্র-জনতারা ‘ফ্যাসিবাদ বিরোধী’ স্লোগান দিয়ে অবস্থান নেওয়ার পাশাপাশি মিছিলটি এগিয়ে নেয় এবং সরকারের বিরুদ্ধে আরও প্রতিবাদমূলক কার্যক্রম চলবে বলে ঘোষণা দেয়।
এ ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।