চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের নেতারা শুক্রবার (৩১ জানুয়ারি) জামায়াতে ইসলামী এবং বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
তারা বলেন, ‘ইসলামী ছাত্রশিবির কখনো ভয় পায়নি, এখনো ভয় পায় না’।
একই সঙ্গে, তারা বিএনপি এবং জামায়াতে ইসলামীকে সতর্ক করে বলেন, ‘যদি কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়, তখন আপনাদের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়, সেটি বন্ধ করুন। আমরা আশা করি না, আপনারা সন্ত্রাসীদের পক্ষে সুপারিশ করবেন।’
এদিন চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল আয়োজন করা হয়।
গণমিছিলের আয়োজকরা বলেন, ‘আমরা কোনো দলের নমনীয়তা চাই না। আপনাদের নমনীয়তার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এক নির্বাচন সরকার হয়ে যাচ্ছে, কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই।’
চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের নেতারা ভবিষ্যতে ঘোষিত ছাত্রশিবিরের সকল কর্মসূচিতে জামায়াতে ইসলামী এবং বিএনপির অংশগ্রহণ প্রত্যাশা করেন।
গণমিছিলটি আন্দরকিল্লা শাহি জামে মসজিদের পূর্ব গেট থেকে জুমার নামাজের পর শুরু হয়। মিছিলটি লালদীঘি, কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।