ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক এ বছর হচ্ছে না সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা গণকবরে ১০০ নারী ও শিশুর লাশের সন্ধান দেশের জনগণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়: অধ্যাপক আলী রীয়াজ ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ভূমি সেবার অনলাইন সার্ভার বন্ধ, বিপাকে সেবাপ্রত্যাশীরা ‘আশিকি ৩’ সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে তৃপ্তি দীমরি সালমান খানের ৫৯তম জন্মদিনে বড় ধামাকা ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত: প্রধান উপদেষ্টা মিয়ানমারের বিদ্রোহীদের কাছে প্রদেশ হারাচ্ছে জান্তা সরকার কোনো মানুষের যেন শীতে কষ্ট ভোগ করতে না হয়: মহসিন মিয়া মধু গোপালপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়ন (২৪)। তিনি ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহানুর জামান নয়ন রাস্তায় পড়ে যান এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা রাত পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া অন্য একটি ট্রাকের আঘাতে ফায়ার সার্ভিসের এক সদস্য মো. হাবিবুর রহমান আহত হয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা সোহানুর জামান নয়নকে মৃত ঘোষণা করেন এবং মো. হাবিবুর রহমানের চিকিৎসা চলছে।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ করে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং তিনি রাস্তায় পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।’ তিনি আরও জানান, আহত অন্য ফায়ার ফাইটার মো. হাবিবুর রহমানের পা কেটে গেছে, তবে তার অবস্থা গুরুতর নয়।

সোহানুর জামান নয়ন রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের একমাত্র ছেলে ছিলেন। দুই বছর ধরে তিনি ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং বর্তমানে তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চে কাজ করছিলেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ এই দুর্ঘটনার পর থেকে তদন্ত শুরু করেছে, তবে ট্রাকের চালককে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

আপডেট সময় ১০:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়ন (২৪)। তিনি ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহানুর জামান নয়ন রাস্তায় পড়ে যান এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা রাত পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া অন্য একটি ট্রাকের আঘাতে ফায়ার সার্ভিসের এক সদস্য মো. হাবিবুর রহমান আহত হয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা সোহানুর জামান নয়নকে মৃত ঘোষণা করেন এবং মো. হাবিবুর রহমানের চিকিৎসা চলছে।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ করে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং তিনি রাস্তায় পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।’ তিনি আরও জানান, আহত অন্য ফায়ার ফাইটার মো. হাবিবুর রহমানের পা কেটে গেছে, তবে তার অবস্থা গুরুতর নয়।

সোহানুর জামান নয়ন রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের একমাত্র ছেলে ছিলেন। দুই বছর ধরে তিনি ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং বর্তমানে তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চে কাজ করছিলেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ এই দুর্ঘটনার পর থেকে তদন্ত শুরু করেছে, তবে ট্রাকের চালককে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।