বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ড. ইউনূস কায়রোর প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ডেভেলপিং-৮) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি মিশর সফর করছেন। এই সম্মেলনে সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একত্রিত হবেন এবং পরস্পরকে উন্নয়ন সহযোগিতায় সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
ড. ইউনূস সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।
এছাড়া, ড. ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। গত নভেম্বর মাসে আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আহমেদ এলতায়েব ড. ইউনূসকে এই ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ডি-৮ সম্মেলনের পাশাপাশি প্রধান উপদেষ্টার বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যা অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, শেখ হাসিনার পতনের পর গত ৮ আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, এবং তখন থেকে এটি ছিল ড. ইউনূসের তৃতীয় বিদেশ সফর। তার প্রথম বিদেশ সফর ছিল সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এবং দ্বিতীয় সফর ছিল নভেম্বর মাসে কপ-২৯ জলবায়ু সম্মেলনে।
ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামে পরিচিত, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত একটি সংগঠন।