ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
লেবানন ও সিরিয়াকে নিয়ে যে বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট জি-মেইলকে টেক্কা দিবে ইলন মাস্কের এক্স মেইল নগ্ন দৃশ্যে আপত্তি নেই কিয়ারা নাইটলি’র নারী এশিয়া কাপে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র অর্জুন কাপুরের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৬, ত্রাণ প্রবেশে চলছে বাধা মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা যে কারণে বেড়ে চলেছে ডলারের দাম তনুর গ্রাফিতির উপর ‘প্রিয় মালতী’ ছবির পোস্টার লাগানোয় ক্ষমা চাইলেন মেহজাবীন চৌধুরী মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ করেছে দুদক

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে, যুক্তরাষ্ট্র এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল নির্বাচনের ঘোষণার বিষয়ে বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণা আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন আয়োজনে আইনের শাসন এবং গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা তা উৎসাহিত করি।”

এদিকে, প্যাটেল গুমের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “গুমের সাথে জড়িতদের বিচারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।”

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়, সারা বিশ্বে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থান দৃঢ় এবং তারা বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

এছাড়া, ড. ইউনূস বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন, তারা একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

জনপ্রিয় সংবাদ

লেবানন ও সিরিয়াকে নিয়ে যে বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে, যুক্তরাষ্ট্র এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল নির্বাচনের ঘোষণার বিষয়ে বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণা আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন আয়োজনে আইনের শাসন এবং গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা তা উৎসাহিত করি।”

এদিকে, প্যাটেল গুমের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “গুমের সাথে জড়িতদের বিচারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।”

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়, সারা বিশ্বে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থান দৃঢ় এবং তারা বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

এছাড়া, ড. ইউনূস বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন, তারা একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।