কিশোরগঞ্জ জেলা শিল্পকলায় মহান বিজয় দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে আবু সাঈদ ও অন্যান্য শহীদদের নিয়ে কটুক্তি করায় কতিপয় মুক্তিযোদ্ধাদের বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত (১৬ ডিসেম্বর) শিল্পকলায় যারা আবু সাইদ ও অন্যান্য শহীদদের নিয়ে কটুক্তি করেছে এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন “জর বাংলা, জয় বঙ্গবন্ধু” বিতর্কিত স্লোগান ব্যবহার করেছে, সেসব মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। সেই সাথে সেই সকল মুক্তিযোদ্ধাদের সনদ নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। এই মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করে আমাদের শান্ত ও সুন্দর দেশকে বিশৃঙ্খলায় পরিণত করার চেষ্টা করে যাচ্ছে।
এই অনুষ্ঠানের আয়োজক সকলকে তাদের অবস্থান পরিষ্কার করে জনসম্মুখে ক্ষমা চাওয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ পদক্ষেপ আশা করছি। বর্তমান নিরপেক্ষ সরকারের আমলে ‘ফ্যাসিবাদের স্লোগান’ ব্যবহার করা অত্যন্ত ন্যাক্কারজনক বলেও উল্লেখ করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ এর মামুন মিয়া, নাহিনূর রশিদ খান, মির্জা মোফাজ্জল হোসেন বেগ, অলিদ, সোহাগ, সাদ, ফারদিন, নাহিদ হাসান,মুয়াজ, আয়াতুল্লাহ, আনিকা, ইকরা, কারিমা, তৌফিক, অন্তরা, পারভেজ, অন্তর, সায়ান, হাসান, তিহান, শান্ত, সামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।