ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

কারাগার থেকে মা ও ভাই-বোনদের উদ্দেশে চিঠি লিখলেন ব্যারিস্টার সুমন

ছবি: সংগৃহীত

কারাগার থেকে মা এবং ভাই-বোনদের উদ্দেশে দুটি চিঠি লিখেছেন সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুমনের যুক্তরাজ্য প্রবাসী ভাই সৈয়দ সোহাগ চিঠি দুটি তার ফেসবুকে শেয়ার করলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

কাশিমপুর কারাগারে বন্দী থাকা সুমন তার মায়ের উদ্দেশ্যে লিখিত চিঠিতে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এবং মা-কে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। চিঠিতে সুমন বলেন, ‘আম্মা, দোয়া রইল। আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে।’

তিনি আরো লেখেন, ‘সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কী এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল।’

অন্যদিকে, ভাই-বোন এবং ভগ্নিপতিদের উদ্দেশে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন তাদের চিন্তা না করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’

চিঠিতে সুমন আরও উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ।’ তিনি আরও বলেন, ‘বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না।’

সুমনের ভাই সৈয়দ সোহাগ জানান, ‘এই চিঠি আমার ভাই সুমন কারাগার থেকে লিখেছেন। মা ও বোনেরা দেশে এবং প্রবাসে আছেন। চিঠিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন।’

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

কারাগার থেকে মা ও ভাই-বোনদের উদ্দেশে চিঠি লিখলেন ব্যারিস্টার সুমন

আপডেট সময় ০১:৪৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

কারাগার থেকে মা এবং ভাই-বোনদের উদ্দেশে দুটি চিঠি লিখেছেন সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুমনের যুক্তরাজ্য প্রবাসী ভাই সৈয়দ সোহাগ চিঠি দুটি তার ফেসবুকে শেয়ার করলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

কাশিমপুর কারাগারে বন্দী থাকা সুমন তার মায়ের উদ্দেশ্যে লিখিত চিঠিতে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এবং মা-কে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। চিঠিতে সুমন বলেন, ‘আম্মা, দোয়া রইল। আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে।’

তিনি আরো লেখেন, ‘সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কী এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল।’

অন্যদিকে, ভাই-বোন এবং ভগ্নিপতিদের উদ্দেশে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন তাদের চিন্তা না করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’

চিঠিতে সুমন আরও উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ।’ তিনি আরও বলেন, ‘বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না।’

সুমনের ভাই সৈয়দ সোহাগ জানান, ‘এই চিঠি আমার ভাই সুমন কারাগার থেকে লিখেছেন। মা ও বোনেরা দেশে এবং প্রবাসে আছেন। চিঠিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন।’