মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁর হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি তাঁর মোবাইল ফোন হারিয়ে ফেলেন। পরবর্তীতে জানা যায়, মির্জা আব্বাস যে চেয়ারে বসেছিলেন, তার পাশের চেয়ারে মোবাইল ফোনটি রাখা ছিল।
বিএনপির নেতার মোবাইল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করা হয়। দলটির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়েছে, মোবাইলটি ফিরে পাওয়ায় মির্জা আব্বাস ও তাঁর সহকর্মীরা সন্তুষ্ট।