দেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সরকারি কর্মকর্তাদের জন্য ৯ দফা নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাঠ পর্যায়ের অফিসগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনা এড়াতে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও সচেতনভাবে দায়িত্ব পালনের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণের আগে আয়োজক ও অতিথিদের সম্পর্কে নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করা, বিতর্কিত অতিথিদের উপস্থিতি থাকলে সেই অনুষ্ঠানে যোগ না দেওয়া, সব ধরনের সরকার ঘোষিত বাতিল দিবস পালনে সতর্ক থাকা, এবং অনুষ্ঠানের যাবতীয় উপকরণে যেন বিতর্কিত বা আপত্তিকর কিছু না থাকে তা নিশ্চিত করা। এছাড়া নিজ অধিক্ষেত্রে গুজব এড়িয়ে চলার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এই ৯ দফা নির্দেশনা সম্পর্কে সরকারি কর্মকর্তাদের অবহিত করতে সংশ্লিষ্ট সচিবদের নির্দেশনা অনুযায়ী অধীনস্থ অফিসে উপানুষ্ঠানিক চিঠি পাঠানোর জন্য বলা হয়েছে, যেন সব পর্যায়ের কর্মচারীরা বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পারেন এবং নির্দেশনাগুলো মেনে চলতে পারেন।