ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো কঠিন: পররাষ্ট্র উপদেষ্টা মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ বোবারথল এলাকায় ভূমির অধিকার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন শাহবাগে সড়ক অবরোধ করে চিকিৎসকদের অবস্থান গাজায় দু’টি হাসপাতাল ও একটি স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৮ ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮ সাগরে সৃষ্ট নিম্নচাপ লঘুচাপে পরিণত, বাড়তে পারে তাপমাত্রা শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি নরসিংদীতে বিএনপি’র কর্মীকে গুলি করে হত্যা

৪ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

ছবি: সংগৃহীত

পদোন্নতি, বেতন বৈষম্যসহ নয় দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে ‘কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’।

রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন সংগঠনটির নেতারা।

বৈঠকে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান জানান, সচিবালয়ে ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মচারী প্রায় দুই হাজারেরও বেশি। দীর্ঘদিন ধরে তারা বেতন ও পদোন্নতির বিষয়ে বঞ্চিত ছিল। তবে তাদের দাবিগুলো অযৌক্তিক নয়, এবং এসব দাবি পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা যাবে, তবে বেশ কয়েকটি দাবি দীর্ঘমেয়াদি এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, সচিবালয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন। দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হবে, তাই মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

এর আগে, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা পদোন্নতি ও বেতন বৈষম্যসহ নয় দফা দাবি নিয়ে গত বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে আন্দোলন করছিলেন। দাবির প্রতি গুরুত্ব না দিলে ৪ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন তারা, তবে বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন হয়।

জনপ্রিয় সংবাদ

৪ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

আপডেট সময় ০৫:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

পদোন্নতি, বেতন বৈষম্যসহ নয় দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে ‘কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’।

রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন সংগঠনটির নেতারা।

বৈঠকে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান জানান, সচিবালয়ে ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মচারী প্রায় দুই হাজারেরও বেশি। দীর্ঘদিন ধরে তারা বেতন ও পদোন্নতির বিষয়ে বঞ্চিত ছিল। তবে তাদের দাবিগুলো অযৌক্তিক নয়, এবং এসব দাবি পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা যাবে, তবে বেশ কয়েকটি দাবি দীর্ঘমেয়াদি এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, সচিবালয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন। দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হবে, তাই মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

এর আগে, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা পদোন্নতি ও বেতন বৈষম্যসহ নয় দফা দাবি নিয়ে গত বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে আন্দোলন করছিলেন। দাবির প্রতি গুরুত্ব না দিলে ৪ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন তারা, তবে বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন হয়।