“খাদ্য নিরাপত্তার স্বার্থে বরেন্দ্রের সেচের পানির অধিকার প্রতিষ্ঠা এবং ভূমির জটিলতা দূর করুন” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (০১ মার্চ) ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নারী-পুরুষ নির্বিশেষে সর্বাত্মক জনগণের অংশগ্রহণে “রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন। উদ্বোধন, অতিথিদের বরণ, রক্ষাগোলা সংগঠনসমূহের সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠ, বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান আলোচকের বক্তব্য ও প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সভার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার- ই-কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম, সিসিবিভিও নির্বাহী সদস্য শ্রী প্রসেন এক্কা ও মারজানা সাবিহা, সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, রাজাবাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাফরুদ্দিন এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা শ্রী সরল এক্কা।
অতিথিবৃন্দ রক্ষাগোলা সংগঠন ও গোদাগাড়ী উপজেলার নৃতাত্ত্বিক মানুষের উত্তরাত্তর উন্নতি কামনা করেন ও সংগঠনের সদস্যবৃন্দকে শুভকামনা জানান।
রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সিসিবিবিও’র পক্ষে উপস্থিত ছিলেন উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, মনিটরিং ও আইটি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী, মাঠ কর্মকর্তা পৌ টুডু ও সমাজ সংগঠকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সংগঠক মানিক এক্কা।