টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশী নদীর পাড় থেকে মাটি লুটের অপরাধে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের ভুলুয়া এলাকায় এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
অবৈধভাবে নদীর পাড়ের মাটি কাটার অপরাধে জরিমানা গোনা ব্যবসায়ীর নাম বাদল খান। তিনি বেলতৈল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বাদল খননযন্ত্র দিয়ে বংশী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সেখানে অভিযান চালান। এ সময় মাটি ভর্তি ডাম্প ট্রাকসহ বাদলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন।