ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশের সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে: জাতিসংঘের মহাসচিব যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার দাবিনামা পেশ ইউরোপের বিরুদ্ধে ইউক্রেন সংকট সমাধানে বাধা দেওয়ার অভিযোগ কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনুস ও আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: আব্দুর রশীদ মিয়া ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ইফতার মাহফিল বোয়ালখালী শাকপুরা প্রবর্ত্তক পাইলট কন্যা বিদ্যাপীঠের এডহক কমিটির সভাপতি হলেন পেয়ার মোহাম্মদ কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিপুরী ললিতকলায় ৭ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন জয়পুরহাটে ছাত্রদল নেতা ছুরিকাঘাতে জখম শিবগঞ্জে ২ ইটভাটা বন্ধ ঘোষণা, দেড় লাখ টাকা অর্থদন্ড

ভয় না দেখিয়ে ভালোবাসা দিয়ে জয় করুন: পলক

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের জন্য আসামিদের ৪ দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ সময় আসামিদের হাতকড়া পরানো অবস্থায় আদালতে হাজির করা হয় এবং পলককে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরতে দেখা যায়।

কারাগারে নিয়ে যাওয়ার সময় পলক সাংবাদিকদের বলেন, “ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়।” তবে কার উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন, এমন প্রশ্নে তিনি চুপ থাকেন। তবে পাশ থেকে তার আইনজীবীরা বলেন, “কারা ভয় ছড়াচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।”

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, “পলককে বিভিন্ন থানার মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং এখনো ২৪ দিনের রিমান্ড পেন্ডিং আছে। এর আগে যাত্রবাড়ী থানার এক মামলায় পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম। তবে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।”

এদিকে, যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাদেরও পলকের সঙ্গে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এই সময় শমসের মবিন চৌধুরী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাতকড়া।”

তারপর তিনি আরও বলেন, “খেতাবপ্রাপ্ত আহত, পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া। এটা কেন?” এরপর তিনি নীরবে হাজতখানায় হেঁটে যান।

এদিন সকালে তদন্ত কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে, উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে: জাতিসংঘের মহাসচিব

Verified by MonsterInsights

ভয় না দেখিয়ে ভালোবাসা দিয়ে জয় করুন: পলক

আপডেট সময় ০৩:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের জন্য আসামিদের ৪ দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ সময় আসামিদের হাতকড়া পরানো অবস্থায় আদালতে হাজির করা হয় এবং পলককে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরতে দেখা যায়।

কারাগারে নিয়ে যাওয়ার সময় পলক সাংবাদিকদের বলেন, “ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়।” তবে কার উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন, এমন প্রশ্নে তিনি চুপ থাকেন। তবে পাশ থেকে তার আইনজীবীরা বলেন, “কারা ভয় ছড়াচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।”

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, “পলককে বিভিন্ন থানার মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং এখনো ২৪ দিনের রিমান্ড পেন্ডিং আছে। এর আগে যাত্রবাড়ী থানার এক মামলায় পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম। তবে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।”

এদিকে, যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাদেরও পলকের সঙ্গে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এই সময় শমসের মবিন চৌধুরী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাতকড়া।”

তারপর তিনি আরও বলেন, “খেতাবপ্রাপ্ত আহত, পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া। এটা কেন?” এরপর তিনি নীরবে হাজতখানায় হেঁটে যান।

এদিন সকালে তদন্ত কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে, উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।