ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে ৩ বন্ধুর মৃত্যু নারায়নগঞ্জে ছিনতাই হওয়া ২০ লাখ টাকার তেলের ট্রাক মির্জাপুর থানায় উদ্ধার নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত দৌলতপুরে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মির্জাপুরে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও আত্মহত্যা মুক্ত এলাকা গড়তে গ্রাম পুলিশের সঙ্গে ওসির মতবিনিময় যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দন্ডপ্রাপ্ত কয়েদী এনামুলের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে র‍্যালি কমলগঞ্জে গাছে গাছে দুলছে আম্র মুকুল বগুড়ায় ইজিবাইকের চাপায় দেড় বছরের শিশু নিহত: গুরুতর আহত ভাই লালমনিরহাটে নদী ভাঙ্গন রোধে গণশুনানি অনুষ্ঠিত কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

সোমবার থেকে সচিবালয়ে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকদের জন্য বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাস প্রদান করা হবে। এর মাধ্যমে সাংবাদিকরা এই অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

রোববার (২৯ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে সচিবালয়ে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করছে এবং শীঘ্রই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/পাস ইস্যু করা হবে। কিন্তু, অস্থায়ী পাসের মাধ্যমে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল করা হয়েছে এবং নতুন করে দেওয়া হবে। তিনি আরও জানান, আগামীকাল থেকে সাংবাদিকদের জন্য স্বল্প সংখ্যক অস্থায়ী পাস প্রদান করা হবে। সচিবালয়ে প্রবেশের জন্য নতুন পাস আবেদন প্রক্রিয়া শীঘ্রই জানানো হবে।

এর আগে, গত শুক্রবার, সরকারের পক্ষ থেকে একটি আদেশে সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সকল অস্থায়ী পাস বাতিল করা হয়। একই সঙ্গে, সাংবাদিকদের জন্য দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছিল, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এতে আরও বলা হয় যে, আগুনের ঘটনার পর সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা পুনঃপর্যালোচনা করা হচ্ছে এবং এই নতুন আদেশ নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখার জন্য নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে ৩ বন্ধুর মৃত্যু

Verified by MonsterInsights

সোমবার থেকে সচিবালয়ে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা

আপডেট সময় ০৩:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকদের জন্য বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাস প্রদান করা হবে। এর মাধ্যমে সাংবাদিকরা এই অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

রোববার (২৯ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে সচিবালয়ে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করছে এবং শীঘ্রই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/পাস ইস্যু করা হবে। কিন্তু, অস্থায়ী পাসের মাধ্যমে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল করা হয়েছে এবং নতুন করে দেওয়া হবে। তিনি আরও জানান, আগামীকাল থেকে সাংবাদিকদের জন্য স্বল্প সংখ্যক অস্থায়ী পাস প্রদান করা হবে। সচিবালয়ে প্রবেশের জন্য নতুন পাস আবেদন প্রক্রিয়া শীঘ্রই জানানো হবে।

এর আগে, গত শুক্রবার, সরকারের পক্ষ থেকে একটি আদেশে সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সকল অস্থায়ী পাস বাতিল করা হয়। একই সঙ্গে, সাংবাদিকদের জন্য দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছিল, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এতে আরও বলা হয় যে, আগুনের ঘটনার পর সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা পুনঃপর্যালোচনা করা হচ্ছে এবং এই নতুন আদেশ নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখার জন্য নেওয়া হয়েছে।