গাজায় যুদ্ধপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারক লুলিয়া মোটোচকে স্বাস্থ্যগত কারণে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
শুক্রবার (২৫ অক্টোবর) এই ঘোষণা আসার ফলে মামলার কার্যক্রম আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
গেল মে মাসে নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এই পরোয়ানা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি করা হয়েছিল।
বিচারক লুলিয়া মোটোচকে সরানোর পর আইসিসির নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন স্লোভেনিয়ান বিচারক বেটি হোলার।
এদিকে, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। গত ৪৮ ঘণ্টায় নতুন করে হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন, যার ফলে নিহতের সংখ্যা ৪২,৯২৪ এ দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, প্রকৃত সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে যেতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লোক আটকা রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ৪৮ ঘণ্টায় অন্তত সাতটি পরিবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে এবং ২৮৯ জন আহত হয়েছে। বর্তমানে ১০০,৮৩৩ জন আহতের তালিকা রয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।