ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উপর ইসরায়েল কোনো সফল হামলা চালাতে পারেনি বলে তেহরানভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল তিনটি সামরিক টার্গেট লক্ষ্য করে হামলা চালায়, তবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর বেশিরভাগই নিষ্ক্রিয় করে দেয়।
তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলের আক্রমণ প্রতিহত করেছে, কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও আইআরজিসি ঘাঁটিতে কোনো বিস্ফোরণের খবর পাওয়া যায়নি। ইরানের রাজধানী তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি দেখা গেছে, যা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নির্দেশ করে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তেহরান এবং কারাজ শহরে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, এটি ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অংশ।
ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ইসরায়েলের হামলা শেষ হয়েছে এবং তারা আর কোনো হামলা চালাবে না। তিনি বলেন, তেলআবিবে ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পন্ন হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে এবং তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করেছে।
হাগারি আরও বলেন, যদি ইরান প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। এই সংঘাত এবং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে উভয় দেশই সতর্ক অবস্থানে রয়েছে।