বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে একাধিক সূত্র জানিয়েছে, জানুয়ারির প্রথমার্ধে তিনি লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন।
বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশ যাত্রার বিষয়টি এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, “ম্যাডামের বিদেশ যাওয়া প্রসঙ্গে নানা আলোচনা চলছে, তবে জানুয়ারির প্রথম সপ্তাহে তার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়া সাতজন চিকিৎসকসহ মোট ১৬ সদস্যের একটি টিম নিয়ে লন্ডন যাবেন। তার সফরসঙ্গীদের মধ্যে তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, চিকিৎসক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, ডা. মো. শাহাবুদ্দীন তালুকদারসহ অন্যান্য সদস্যরা থাকবেন।
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এ সফরের সময়ে বেগম খালেদা জিয়া ভিআইপি প্রটোকল পাবেন। ফেরার পথে তিনি সৌদি আরব গিয়ে ওমরা পালন করবেন।