লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর ১৬০টির বেশি স্থাপনায় আঘাত হেনেছে, অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) ইসরায়েলি হামলায় ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী জানায়, তারা গতদিনে লেবাননে কয়েক ডজন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে এবং হিজবুল্লাহর ১৬০টির বেশি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েলের দাবি, এসব স্থাপনার মধ্যে ভবন, রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনা রয়েছে।
অন্যদিকে, ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের তেল আবিব উপকণ্ঠে একটি সামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ডে অন্তত ১৩৫টি প্রজেক্টাইল ছুড়েছে।
ইসরায়েল-হিজবুল্লাহর এই সংঘাত ক্রমশই তীব্র আকার ধারণ করছে। দুই পক্ষই পরস্পরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই সংঘাতে বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন হয়ে পড়ছে।