মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকেলে খেজুরীছড়া চা বাগানের রানার উচ্চ বিদ্যালয়ের হল রুমে রাজঘাট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের আয়োজক ও চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে এই সভা হয়।
রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, ফিনলে চা কোম্পানীর ডিনস্টন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির মজুমদার, রাজঘাট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো নুরনবি, হরিন ছড়া চা বাগানের ব্যবস্থাপক বিকাশ সিনহা, পুটিয়াছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান, বিদ্যাবিল চা বাগানের ব্যবস্থাপক জারজিস, উদনাছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন।
মত বিনিময় সভায় শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তরা।
উল্লেখ্য, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
শ্রীমঙ্গলে দুর্গা পূজাকে সামনে রেখে মতবিনিময় সভা
- মৌলভীবাজার প্রতিনিধি
- আপডেট সময় ০৭:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- ১২১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ