মৌলভীবাজারে জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গা পূজা-২০২৪ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক বলেন, “জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে। যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজা মন্ডপগুলোর নিরাপত্তা দেয়া এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার কাজ করবে।’
এছাড়া জরুরী নাম্বারগুলো লিখে দৃশ্যমান স্থানে টাঙাতে বলা হয়েছে। যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সহজেই ফোন দেয়া যায়। তাছাড়া বিশেষ প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন দেওয়ার কথা বলা হয়।
দশমীতে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা ৩০ মিনিটের মধ্যে প্রতিমা বিসর্জ্জন দেওয়ার কথা সভায় আলোচনা করা হয়। বিশেষ নিরাপত্তার স্বার্থে এদিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রস্তুত থাকবে।
এবছর মৌলভীবাজার জেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ৯৯৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
মৌলভীবাজারে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- মৌলভীবাজার প্রতিনিধি
- আপডেট সময় ০৫:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- ৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ