ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
নীলফামারীতে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ : থানায় পাল্টাপাল্টি মামলা নরসিংদীতে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত পলাতক স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লালপুরে সড়ক দুর্ঘটনায় দোকান কর্মচারীর মৃত্যু এমডিসহ ৮ কর্মকর্তাকে আদালতের শোকজ: যমুনা সার কারখানায় অবৈধভাবে ঠিকাদার নিয়োগের পাঁয়তারা ময়মনসিংহে পুলিশকে ফাঁসাতে গিয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ী ধরাশায়ী মির্জাপুরে নিজের শিশু মেয়েকে ধর্ষণের অপরাধে বাবা গ্রেপ্তার গাজীপুর টঙ্গীতে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার লালপুরে চাঁদার টাকা না পেয়ে মারধরে আহত ১, প্রকাশ্যে গুলি বর্ষণ নিখোঁজের পরদিন মিললো স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ সন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ নীলফামারীর এক গর্ভধারিণী মা মির্জাপুরে চার মাসে ৭৪ মামলায় ৮০ লাখ টাকা জরিমানা ধর্মপাশায় মোটর সাইকেল দিয়ে এক কৃষককে হত্যার ঘটনা তিনলাখ টাকায় ধামাচাপার চেষ্টা

মিরপুর টেস্টে প্রথম দিনে ১৬ উইকেটের পতন

তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনেই বোলারদের রাজত্ব দেখেছে ক্রিকেটপ্রেমীরা। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই খেলা বন্ধ হওয়ার আগে দুই দলের মিলিয়ে মোট ১৬টি উইকেটের পতন ঘটে।

প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার পর জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাও খুব স্বস্তিতে নেই। প্রথম দিন শেষে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে, ৩৪ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা।

বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছেন তাইজুল ইসলাম। ৪৮তম টেস্ট খেলতে নেমে তিনি এক ইনিংসে ৫ উইকেট শিকার করে দ্রুততম ২০০ উইকেট শিকারী হয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেন। সাকিবের এই মাইলফলক ছুঁতে লেগেছিল ৫৪ টেস্ট, কিন্তু তাইজুল তা ৪৮ টেস্টেই অর্জন করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪১.১ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে ৩০ রানের বেশি করতে পারেননি কোনো ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়। প্রোটিয়া বোলারদের মধ্যে ৩টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা, উইয়ান মুলদার ও কেশব মহারাজ।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই আঘাত হানেন হাসান মাহমুদ। এরপর তাইজুলের বোলিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকা একের পর এক উইকেট হারাতে থাকে। দিনের শেষ পর্যন্ত তাইজুল একাই শিকার করেন ৫টি উইকেট, যার মধ্যে রয়েছেন টনি ডি জর্জি, ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজ এবং রায়ান রিকেলটন।

টেস্টের প্রথম দিনেই এমন বোলিং নৈপুণ্য দেখে দ্বিতীয় দিনের খেলা হবে আরও রোমাঞ্চকর, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ : থানায় পাল্টাপাল্টি মামলা

Verified by MonsterInsights

মিরপুর টেস্টে প্রথম দিনে ১৬ উইকেটের পতন

আপডেট সময় ০৬:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনেই বোলারদের রাজত্ব দেখেছে ক্রিকেটপ্রেমীরা। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই খেলা বন্ধ হওয়ার আগে দুই দলের মিলিয়ে মোট ১৬টি উইকেটের পতন ঘটে।

প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার পর জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাও খুব স্বস্তিতে নেই। প্রথম দিন শেষে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে, ৩৪ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা।

বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছেন তাইজুল ইসলাম। ৪৮তম টেস্ট খেলতে নেমে তিনি এক ইনিংসে ৫ উইকেট শিকার করে দ্রুততম ২০০ উইকেট শিকারী হয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেন। সাকিবের এই মাইলফলক ছুঁতে লেগেছিল ৫৪ টেস্ট, কিন্তু তাইজুল তা ৪৮ টেস্টেই অর্জন করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪১.১ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে ৩০ রানের বেশি করতে পারেননি কোনো ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়। প্রোটিয়া বোলারদের মধ্যে ৩টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা, উইয়ান মুলদার ও কেশব মহারাজ।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই আঘাত হানেন হাসান মাহমুদ। এরপর তাইজুলের বোলিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকা একের পর এক উইকেট হারাতে থাকে। দিনের শেষ পর্যন্ত তাইজুল একাই শিকার করেন ৫টি উইকেট, যার মধ্যে রয়েছেন টনি ডি জর্জি, ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজ এবং রায়ান রিকেলটন।

টেস্টের প্রথম দিনেই এমন বোলিং নৈপুণ্য দেখে দ্বিতীয় দিনের খেলা হবে আরও রোমাঞ্চকর, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।