মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনেই বোলারদের রাজত্ব দেখেছে ক্রিকেটপ্রেমীরা। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই খেলা বন্ধ হওয়ার আগে দুই দলের মিলিয়ে মোট ১৬টি উইকেটের পতন ঘটে।
প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার পর জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাও খুব স্বস্তিতে নেই। প্রথম দিন শেষে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে, ৩৪ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা।
বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছেন তাইজুল ইসলাম। ৪৮তম টেস্ট খেলতে নেমে তিনি এক ইনিংসে ৫ উইকেট শিকার করে দ্রুততম ২০০ উইকেট শিকারী হয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেন। সাকিবের এই মাইলফলক ছুঁতে লেগেছিল ৫৪ টেস্ট, কিন্তু তাইজুল তা ৪৮ টেস্টেই অর্জন করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪১.১ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে ৩০ রানের বেশি করতে পারেননি কোনো ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়। প্রোটিয়া বোলারদের মধ্যে ৩টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা, উইয়ান মুলদার ও কেশব মহারাজ।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই আঘাত হানেন হাসান মাহমুদ। এরপর তাইজুলের বোলিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকা একের পর এক উইকেট হারাতে থাকে। দিনের শেষ পর্যন্ত তাইজুল একাই শিকার করেন ৫টি উইকেট, যার মধ্যে রয়েছেন টনি ডি জর্জি, ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজ এবং রায়ান রিকেলটন।
টেস্টের প্রথম দিনেই এমন বোলিং নৈপুণ্য দেখে দ্বিতীয় দিনের খেলা হবে আরও রোমাঞ্চকর, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।