বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ইতিহাস সৃষ্টি করেছে, যুব হকি বিশ্বকাপে তাদের প্রথমবারের মতো টিকিট নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ডকে ৭-২ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা, যা বাংলাদেশের হকির ইতিহাসে একটি বিশাল অর্জন।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ যুব দল পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে ন্যূনতম ষষ্ঠ হওয়া নিশ্চিত করেছে। পঞ্চম স্থান পেতে আগামীতে দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলতে হবে তাদের।
এর আগে যুব এশিয়া কাপে ওমানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। যদিও মাঝের দুটি ম্যাচে দলের পারফরম্যান্স ছিল অস্থির, তবে থাইল্যান্ডের বিপক্ষে এই বড় জয় দলের শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
ম্যাচের শুরুতেই বাংলাদেশ দাপট দেখায়। প্রথম তিন মিনিটে মোহাম্মদ জয় গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের হিটে দ্বিতীয় গোল আসে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে মোহাম্মদ আব্দুল্লাহ তৃতীয় গোলটি করে ব্যবধান বাড়ান।
তবে, থাইল্যান্ডও আক্রমণ করেছিল এবং ৩০ মিনিটে তারা একটি গোল আদায় করে। এরপর বাংলাদেশের গোলের ধারাবাহিকতা অব্যাহত ছিল, মোহাম্মদ হাসান, মোহাম্মদ খান, মোহাম্মদ জয় এবং মোহাম্মদ আব্দুল্লাহ পরপর গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন।
এদিন গোলকিপার নয়ন এবং রক্ষণভাগও দারুণ কার্যকরী ছিল, যারা থাইল্যান্ডের আক্রমণ রুখে দেন।
বাংলাদেশ দলের এই অসাধারণ জয় তাদেরকে যুব হকি বিশ্বকাপে প্রথমবারের মতো স্থান পাওয়ার সুযোগ করে দিয়েছে, যা দেশটির হকি ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।