দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিশংসিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার আদেশ জারি করা হয়।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে শনিবার ভোট অনুষ্ঠিত হয়, যেখানে প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ৩০০ সাংসদের মধ্যে ২০৪ জন ভোট দেন, ৮৫ জন বিপক্ষে ভোট দেন এবং তিনজন ভোটদানে বিরত ছিলেন। আটটি ভোট বাতিল হয়েছে।
তবে, প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলেও সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভবিষ্যত সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পদে তিনি বহাল থাকবেন।
দক্ষিণ কোরিয়ার সংবিধান ও আইন অনুযায়ী, ইউনের কিছু ক্ষমতা সাসপেন্ড হলেও কিছু বিশেষ ক্ষমতা তার বজায় থাকবে। প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা এখন হস্তান্তর করা হয়েছে দেশের অন্তর্বর্তীকালীন নেতা, প্রধানমন্ত্রী হান ডাক-সুরের কাছে।
নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে, কূটনৈতিক চুক্তি, কূটনৈতিক নিয়োগ এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা, একত্রিকরণ বিষয়ক গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তগুলো গণভোটের মাধ্যমে নেয়া হবে।