ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন বগুড়ায় দিনের বেলা চাকু দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই সংবাদ প্রচারের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের চুরি হওয়া মূল্যবান সেগুন গাছের ১৬ টি খন্ডাংশ উদ্ধার ঢাকা ওয়াসায় আওয়ামী অপশাসন রোধ ও সুশাসন নিশ্চিত কল্পে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যার সুফল নগরবাসী ইতিমধ্যে পাওয়া শুরু করেছে: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেবো: ডা. শফিকুর রহমান যশোরে আলাদা দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৫ নাগরপুরে ভবন নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেন গ্রেফতার ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শেহজাদের অদ্ভুত প্রস্তাব নতুন ভাইরাস ‘ডিঙ্গা ডিঙ্গা’র লক্ষণ ও প্রতিকার বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে ফের বসবে সমমনা দলগুলো কাজের প্রতি সৎ থাকার দাবী করলেন তানজিন তিশা

শ্রীমঙ্গলে সামাজিক সংগঠনের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে তোলপাড়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সামাজিক সংগঠনের ব্যানারে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম ব্যানারে থাকার পরও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্টের মাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরের শাদীমহল কমিউনিটি সেন্টারে রক্তদান সমাজকল্যাণ সংস্থা নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘটনাটি ঘটে।

ফেসবুকে বাবুল আহমদ নামে একজন লিখেন, একটি ব্যানারে দেখলাম, অতিথি হিসেবে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনের নাম। আবার তিনি অতিথি হিসেবে বক্তব্যও প্রদান করেছেন। একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।

এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সমর্থিত উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। যিনি ফেসবুকে গ্রেপ্তারকৃত ইসকন নেতাকে নির্দোষ দাবি করে নিঃশর্ত মুক্তির দাবিতে উস্কানিমূলক পোস্ট দেন।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের ১৬ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি স্বাক্ষরিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ- সভাপতি হিসেবে রয়েছে মো. ইমরান হোসেন এর নামও।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ব্যানারে সরাসরি ছাত্রলীগের কোনো নাম ছিল না। ছাত্রলীগের কেউ উপস্থিত থেকে বক্তব্য দিলেও সে বিষয়ে আমি কিছু জানি না। তবে অনুষ্ঠানে তো এসিল্যান্ড সাহেবসহ অনেকেই ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, মূলত ওই অনুষ্ঠানটি ছিল একটি সামাজিক সংগঠনের। আমি অতিথি ছিলাম না। এখানে প্রধান অতিথি হিসেবে ইউএনও স্যারের নাম ছিল। স্যার যেতে পারেননি, তাই আমাকে পাঠিয়েছিলেন। ব্যানারে ছাত্রলীগের কারো নাম বা কেউ বক্তব্য দিয়েছে বলে আমার জানা ছিল না।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন

শ্রীমঙ্গলে সামাজিক সংগঠনের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে তোলপাড়

আপডেট সময় ০৮:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সামাজিক সংগঠনের ব্যানারে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম ব্যানারে থাকার পরও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্টের মাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরের শাদীমহল কমিউনিটি সেন্টারে রক্তদান সমাজকল্যাণ সংস্থা নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘটনাটি ঘটে।

ফেসবুকে বাবুল আহমদ নামে একজন লিখেন, একটি ব্যানারে দেখলাম, অতিথি হিসেবে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনের নাম। আবার তিনি অতিথি হিসেবে বক্তব্যও প্রদান করেছেন। একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।

এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সমর্থিত উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। যিনি ফেসবুকে গ্রেপ্তারকৃত ইসকন নেতাকে নির্দোষ দাবি করে নিঃশর্ত মুক্তির দাবিতে উস্কানিমূলক পোস্ট দেন।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের ১৬ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি স্বাক্ষরিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ- সভাপতি হিসেবে রয়েছে মো. ইমরান হোসেন এর নামও।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ব্যানারে সরাসরি ছাত্রলীগের কোনো নাম ছিল না। ছাত্রলীগের কেউ উপস্থিত থেকে বক্তব্য দিলেও সে বিষয়ে আমি কিছু জানি না। তবে অনুষ্ঠানে তো এসিল্যান্ড সাহেবসহ অনেকেই ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, মূলত ওই অনুষ্ঠানটি ছিল একটি সামাজিক সংগঠনের। আমি অতিথি ছিলাম না। এখানে প্রধান অতিথি হিসেবে ইউএনও স্যারের নাম ছিল। স্যার যেতে পারেননি, তাই আমাকে পাঠিয়েছিলেন। ব্যানারে ছাত্রলীগের কারো নাম বা কেউ বক্তব্য দিয়েছে বলে আমার জানা ছিল না।