ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙা নিয়ে ফেসবুক স্ট্যাটাসে পরামর্শ দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ স্ট্যাটাস দেন।
জুলকারনাইন সায়ের তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘দেশে অনেক উৎসব আছে কিন্তু জাতীয় হাগু-মুতু উৎসব নাই। আপনারা যারা একটি বিশেষ ভবন ভাঙতে উদ্যোগ নিয়েছেন, তারা অহেতুক এইসব ভাঙচুরের মধ্যে না গিয়ে, ওই স্থানকে জাতীয় হাগুশালায় পরিণত করার বিষয়টি ভেবে দেখতে পারেন।’
এছাড়াও, জুলকারনাইন আরও লেখেন, ‘যেখানে বছরের নির্দিষ্ট দিনে নারী-পুরুষ সবাই আলাদা আলাদা ফ্লোরে ওপেন কনসার্টের মাধ্যমে উৎসবটি পালন করবে।’
এর আগে, রাত ৮টার দিকে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ছাত্র-জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে পড়লে বাড়ির গেটে ভাঙচুর চালায় তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এর আগে ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। ছাত্র-জনতা উত্তেজিত হয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়লে ভাঙচুর শুরু হয়। একপর্যায়ে সেখানে ব্যাপক জনসমাগম ঘটে এবং ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান শোনা যায়।