বিপিএল ২০২৫ এর তুমুল উত্তেজনার ম্যাচে চিটাগং কিংস শেষ বলে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ মুহূর্তে চোট নিয়ে মাঠ ছাড়ার পর দুই বল পরেই ফিরেন আলিস আল ইসলাম। ১ বলে তখন ৪ রান দরকার ছিল চিটাগংয়ের। মাঠে নেমেই মুশফিক হাসানকে চার হাঁকিয়ে চিটাগংকে ফাইনালে তুলেন আলিস।
খুলনা প্রথমে ব্যাটিং করে ১৬৩ রানের স্কোর বোর্ডে তুলে, কিন্তু শুরুতেই তারা হোঁচট খায়। ৪২ রানে ৪ উইকেট হারায় খুলনা। তবে হেটমায়ার শেষ তিন ওভারে ঝড় তোলেন, আর দলকে ১৬৩ পর্যন্ত নিয়ে যান। চিটাগংয়ের রান তাড়া করার শুরুটা ছিল খুবই দৃষ্টিনন্দন, কিন্তু মাঝখানে তারা ৫ ওভারে ২৫ রানে পাঁচ ব্যাটার হারিয়ে বিপদে পড়ে যায়। শেষ ৬ বলে ১৫ রানের সমীকরণ ছিল।
তবে, প্রথম তিন বলে ৭ রান নেয়ার পর আলিসের কামব্যাক জয়ী ভূমিকা পালন করে এবং শেষ বলে চার হাঁকিয়ে চিটাগংকে ফাইনালে পৌঁছান। চিটাগং কিংসের এই বিপিএল ফাইনালে ফিরে আসার পথে দলটির উদাহরণ হয়ে থাকবে।
২০১৩ সালের পর চিটাগং কিংস আবারও ফাইনালে পৌঁছেছে এবং ছোট বাজেটের দল হলেও তাদের চমকপ্রদ পারফরম্যান্স দ্বারা তারা ব্যতিক্রমী প্রমাণিত হয়েছে।