মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের মধ্যে সফর বিনিময়ের আয়োজন করা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতায় পশ্চিমবঙ্গের গভর্নরের উপস্থিতিতে বিজয় স্মারকে বাংলাদেশের প্রতিনিধিদল পুষ্পস্তবক অর্পণ করে, যার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আবদুস সালাম চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ভারতের সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসির সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল মতবিনিময় করে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা ভারতের প্রবীণ এবং জ্যেষ্ঠ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া, ঢাকায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনায় অংশ নেন ভারতীয় প্রতিনিধিদল। সেখানে, বাংলাদেশের তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য জ্যেষ্ঠ বিশিষ্ট নাগরিকদের সঙ্গেও তাদের মতবিনিময় হয়। এ সময়, বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা একত্রে, দখলদার বাহিনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের যুদ্ধে অংশ নেওয়ার কথা স্মরণ করেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।