বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলার পলাতক আসামী মোস্তফা (৪৪) কে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৩ টার দিকে করিমগঞ্জ উপজেলার নানশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা উপজেলার নানশ্রী এলাকা মৃত ইদ্রিস আলীর ছেলে।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম (পিপিএম-সেবা), সিনিয়র সহকারী পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি মোস্তফাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।