ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ফারুক হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রীমঙ্গলে ফুটপাত উচ্ছেদ অভিযান ছাত্রলীগ নেতা আবু সায়েম গ্রেপ্তার হোসেনপুরে বিনা চাষে সরিষা আবাদে কৃষকের মুখে হাসি সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড কমলগঞ্জে গুজব প্রতিরোধে ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় সভা আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলন ২০২৫ সম্মাননা পেলেন ঝালকাঠির জহিরুল ইসলাম জলিল নাগরপুরে সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খানের মতবিনিময় সভা নাগরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মৌলভীবাজারে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত ১০ থেকে ১২ দিনের মধ্যে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর সংস্কার হবে: গণপূর্ত সচিব জাতীয় নির্বাচনে কোনোভাবেই ইচ্ছাকৃত ভুল করবে না নির্বাচন কমিশন: সিইসি

আদালত চত্বরে গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণকে ঝাড়ু নিক্ষেপ

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ওপর ডিম, জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে সাধারণ জনতা। এ সময় সাধারণ জনগণ ঝাড়ু নিয়ে তার ওপর আক্রমণ করে। পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে ওঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানেও লাথি ও ঢিল ছুড়তে থাকে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয় তাকে। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি।

বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন পুলিশ সদস্যরা। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। এ সময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে প্রস্থান করে।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়রকে গ্রেফতার করে বিজিবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফারুক হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আদালত চত্বরে গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণকে ঝাড়ু নিক্ষেপ

আপডেট সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ওপর ডিম, জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে সাধারণ জনতা। এ সময় সাধারণ জনগণ ঝাড়ু নিয়ে তার ওপর আক্রমণ করে। পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে ওঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানেও লাথি ও ঢিল ছুড়তে থাকে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয় তাকে। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি।

বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন পুলিশ সদস্যরা। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। এ সময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে প্রস্থান করে।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়রকে গ্রেফতার করে বিজিবি।