বহুল প্রত্যাশিত বিআরটিসি (এসি) বাস সার্ভিস ঢাকা-ময়মনসিংহ সড়কে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) ময়মনসিংহ নগরীর মাসকান্দা বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের পাশে বিআরটিসি’র ময়মনসিংহ কাউন্টারে এসি বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।
১৮ টি এসি বাস সকাল ৬ টা ১৫ মিনিটে ১ম গাড়ি ও সর্বশেষ সাড়ে ৭ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকার মহাখালী থেকে ১ম গাড়ি সকাল ৬ টা ১৫ মিনিটে ও সর্বশেষ গাড়ি সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এসি বাসগুলো প্রতিদিন ময়মনসিংহ/ ভালুকা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে মহাখালী পর্যন্ত এবং মহালখালী থেকে ভালুকা হয়ে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করবে। এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। মহাখালী বাসস্ট্যান্ডে সোহাগ ফিলিং স্টেশনের পাশে বিআরটিসি’র কাউন্টার রয়েছে। তবে যাত্রী সাধারণের দাবি ভাড়া কমানো হলে যাত্রী সংখ্যা বাড়বে।