নরসিংদীতে ফুপাতো ভাইকে হত্যা মামলায় দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। র্যাব জানায়, পারিবারিক কলহে মামাতো ভাই হানিফ মিয়াকে (৩২) গলা কেটে হত্যার পর আত্মগোপনে চলে যায় তাঁরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ১১–এর সিপিএসসি নরসিংদীর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।
গ্রেপ্তার দুজন হলেন নরসিংদী শহরের চৌয়ালা মহল্লার মৃত মো. হাবিবুর রহমান হাবুর ছেলে নাঈম (৩০) ও মো. নাদিম মিয়া (২৫)।
র্যাব জানায়, শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে হানিফ মিয়াকে (৩২) ১লা অক্টোবর দুপুরে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের গেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার সদর থানায় মামলা করে।
পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জেরে দেড় মাস আগে নিহত হানিফ ও তাঁর ছোট ভাই আব্দুল্লাহ ওরফে বাবু, প্রতিবেশী সাজ্জাদের সহযোগিতায় তাঁদের মামা হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনায় নিহত হানিফ, আব্দুল্লাহ ও সাজ্জাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড বলে জানান স্থানীয়রা।
গত ১লা অক্টোবর দুপুরে মো. হানিফ মিয়া পৌর ঈদগাহ মাঠে এক ব্যক্তির জানাজার নামাজ পড়তে যান। এ সময় তাঁর দুই মামাতো ভাই নাঈম ও নাদিম আসামি হানিফ মিয়াকে দেখতে পেয়ে কামারের দোকান থেকে বড় ছুরি কেনেন। পরে ওত পেতে থাকে এবং কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের মেইন গেটের সামনে পৌঁছালে হানিফ মিয়াকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেন।
বুধবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এবং নরসিংদী ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় রূপগঞ্জের তারাব এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বলে জানান র্যাব। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
এই মাত্র পাওয়াঃ
নরসিংদীতে হত্যার প্রতিশোধ নিতে ফুপাতো ভাইকে প্রকাশ্যে জবাই করে হত্যা; গ্রেপ্তার ২
- নরসিংদী প্রতিনিধি
- আপডেট সময় ১০:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- ৮১৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ