মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ১৪৮টি মণ্ডপে সার্বিক নিরাপত্তায় ৯ শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য দায়ীত্ব পালন করবেন।
এ লক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহারের সভাপতিত্বে ও আনসার ও ভিডিপি’র প্রশিক্ষীকা সানজিদা আক্তারের সঞ্চালনায় ব্রিফিং প্যারেডে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো. জাহেদ হোসেন।
আরও বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দিস শহিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ. ওয়াহিদ রুলু। এ সময় কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার জানান, এ বছর উপজেলায় ১৩৭টি সার্বজনিন ও ১১টি ব্যক্তিগত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুজামণ্ডপে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ৪ শত ৫২ জন পুরুষ, ২শত ৯৬জন মহিলা, ৮ জন পিসি ও ১শত ৪৮জন এপিসিসহ ৯ শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য মোতায়েন থাকবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, দুর্গাপূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়ীত্ব পালন করবে। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারাও বিভিন্ন ইউনিয়নে টহলের দায়ীত্বে থাকবেন।
এই মাত্র পাওয়াঃ
কমলগঞ্জে পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে ৯০৪ জন আনসার সদস্য
- কমলগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় ১০:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- ৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ