আসন্ন শ্রীশ্রী শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে কালীঘাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের এক সভা (২৮ সেপ্টেম্বর) রবিবার কালীঘাট ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, কালীঘাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল সিং বারাইক, সম্পাদক নন্দলাল কৃর্মী, ফিনলে টি জাগছড়া চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানাজার শাহ আলম চৌধুরী, এস আই নাজমুল হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, মৌপবিস এর সভাপতি আব্দুর রহিম, ফুলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলি দেব, সমাজসেবক আব্দুর রহমান খান পাশা, মোবারক হোসেন
পরিষদের সদস্য সদস্যাবৃন্দ ও সনাতনী ভক্তবৃন্দ।
সভায় শারদীয় দুর্গোৎসব সুন্দর সুশৃংখল হয় সে ব্যাপারে আলোচনা হয়। এবারের শারদীয় দুর্গাপূজায় সরকার হতে ৫০০ কেজি করে প্রতি মন্দিরে চাল প্রদান করা হবে।